বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাজীপুর জেলা সংবাদদাতা : গাজীপুরের পুবাইলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি মালবাহী কনটেইনার ট্রেনের ইঞ্জিন ও ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে।
বুধবার ভোরে ঢাকা-চট্টগ্রাম রেলপথের পুবাইল কলেজগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় একটি লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও অপর লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ইতোমধ্যে ঢাকা ও আখাউড়া থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।
এ প্রত্যক্ষদর্শী বলেন, ‘বুধবার ভোরে কলেজ গেট এলাকায় বিকট শব্দ শুনতে পাই। পরে এসে দেখি ট্রেন লাইনচ্যুত হয়েছে।’
ঢাকার কমলাপুর জংশনের রেল নিরাপত্তা বিভাগের এএসআই মো. ফরহাদ হোসেন বলেন, ‘ভোর সাড়ে ৫টার দিকে আমরা ট্রেন লাইনচ্যুত হওয়ার খবর পাই। খবর পেয়ে ঢাকা এবং আখাউড়া থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। অপর লাইন (ডাউন লাইন) দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ওই রুটে চলাচলকারী কোনো ট্রেন কোথাও আটকা নেই। এতে কেউ আহত হননি। প্রায় ১০০ ফুটের মতো লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।