বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বেনাপোল অফিস : বেনাপোল-যশোর মহাসড়কের আমড়াখালী এলাকা থেকে গত সোমবার রাতে ৩৩ লাখ টাকার ভারতীয় কাপড়সহ তিন চোরাচালানিকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় একটি মাইক্রোবাসও জব্দ করা হয়। আটক ব্যক্তিরা হলেন, ঢাকার সাভারের রাজাসন এলাকার রাজ্জাকের ছেলে নবির হোসেন (৩২), হযরত আলীর ছেলে রুবেল হোসেন (২৬) ও আব্দুস ছাত্তারের ছেলে আবু বকর (৩৪)। ৪৯ ব্যাটালিয়ন বিজিবির আমড়াখালী চেকপোস্টের হাবিলদার আব্দুল মতিন জানান, গোপন খবরে তারা জানতে পারেন, বেনাপোল সীমান্ত থেকে চোরাচালানিরা বিপুল ভারতীয় মালামাল নিয়ে একটি মাইক্রোবাসযোগে যশোরের দিকে যাবে। আমড়াখালী বিজিবি চেকপোস্টে নির্ধারিত মাইক্রোবাসটি থামিয়ে তল্লাশি করে কাগজপত্রবিহীন প্রায় ৩৩ লাখ টাকা দামের ভারতীয় কাপড় পাওয়া যায়। এসময় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মাইক্রোবাস চালকসহ তিনজনকে আটক করা হয়। বেনাপোল পোর্ট থানার এসআই জহিরুল ইসলাম জানান, রাতেই তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে গতকাল মঙ্গলবার দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।