Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ময়মনসিংহে আধুনিক নগরী গড়তে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থদের পুনর্বসান করা হবে : বিভাগীয় কমিশনার

| প্রকাশের সময় : ১৪ জুন, ২০১৭, ১২:০০ এএম

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ বিভাগীয় কার্যালয় স্থাপনসহ গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা ও আধুনিক নগরী গড়ে তোলার জন্য জমি অধিগ্রহণে যাঁরা ক্ষতিগ্রস্থ হবেন তাঁদের সবাইকে পুনর্বাসন করা হবে বলে নিশ্চিত করেছেন বিভাগের বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন। গত সোমবার রাতে ময়মনসিংহ পুলিশ সুপারের বাস ভবনে আয়োজিত ময়মনসিংহ রেঞ্জ পুলিশের উপ-মহাপরিদর্শক নিবাস চন্দ্র মাঝি’র সংবার্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
জি এম সালেহ উদ্দিন আরো বলেন, জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের নির্দেশে অধিগ্রহণকৃত এলাকার সকল পরিবারকে সুষ্ঠ ভাবে পুনর্বাসন করা হবে। যাঁরা ভুমিহীন তাঁদের খাস জমিতে পুনর্বাসন করা হবে এবং যাদের বাড়ী নেই তাদের বাড়ি তৈরি করা দেওয়া হবে। সূত্রমতে, ময়মনসিংহ বিভাগের সরকারি কার্যালয় ও আধুনিক ময়মনসিংহ নগরের জন্য সরকার ব্রহ্মপুত্র নদের চর এলাকার পাঁচটি গ্রামের ৪ হাজার ৩৩৬ একর জমি অধিগ্রহণের সিন্ধান্ত নেয় স্থানীয় প্রশাসন। এ সিদ্ধান্তের পর থেকেই অধিগ্রহণের আওতায় পড়া চরের মানুষ নিজেদের বসতভিটা রক্ষার দাবিতে বিগত ১০ মাস ধরে আন্দোলন করে আসছে।
এদিকে একই অনুষ্ঠানে সংবর্ধিত ময়মনসিংহ রেঞ্জ পুলিশের নতুন উপমহাপরিদর্শক নিবাস চন্দ্র মাঝি ময়মনসিংহ শহর ও ময়মনসিংহ বিভাগকে মাদকমুক্ত করার ঘোষণা দেন। তিনি বলেন, মাদক ব্যবসার সঙ্গে সাধারণত প্রভাবশালী ব্যক্তি ও পুলিশের কিছু অসৎ ব্যক্তি জড়িত থাকেন। তবে মাদক নির্মুলের জন্য কাউকেউ ছাড় দেওয়া হবে না। এ সময় কথায় নয় আমি কাজ করে প্রমান দিতে চাই উল্লেখ করে নতুন ডিআইজি আরো বলেন, মাদক, জঙ্গি, সন্ত্রাস, নারী নির্যাতনে জড়িতদের বিষয়ে আমার নীতি জিরো টরারেন্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ