বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শামসুল ইসলাম : এক লাখ সতের হাজার এক শ’ ৫৩ জন বেসরকারী হজযাত্রী’র ট্রলিব্যাগ ক্রয়ের দায়িত্ব অবশেষে হাবের কাঁধে অর্পিত হয়েছে। সরকারী ব্যবস্থাপনার ৩ হাজার ৭শ’ ১৯ জন হজযাত্রীর ট্রলিব্যাগ ধর্ম মন্ত্রণালয় আগেই ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করেছে। কিন্ত বেসরকারী ব্যবস্থাপনার বৃহৎ সংখ্যার হজযাত্রীদের নির্ধারিত মাপের, জাতীয় পতাকা খচিত ও একই রঙের ট্রলিব্যাগ ক্রয়ের প্রক্রিয়া টাকা জমা হবার তিন মাস ২২দিন পরে কেন শুরু হলো তা’বোধগম্য নয়। আগামী ২৪ জুলাই প্রথম হজ ফ্লাইট শুরু হবে। এতো স্বল্প সময়ে বেসরকারী হজযাত্রীদের ট্রলিব্যাগ ক্রয়ের প্রক্রিয়া কি করে সম্পন্ন করা সম্ভব হবে সে সর্ম্পকে কেউ কিছু বলতে পারছেন না। চলতি বছর ৩ হাজার ১শ’ ৫৩জন গাইড ও মুনাজ্জেমসহ ১ লাখ ১৩ হাজার ৯শ’ ৪৭জন বেসরকারী হজযাত্রী হজব্রত পালন করবেন। সরকারী অব্যবহৃত ৫২০০ হজ কোটা সউদী আরব থেকে কোড পরির্বতন হয়ে বেসরকারীতে হস্তান্তর করা হলে উল্লেখিত হজযাত্রীর ট্রলিব্যাগও তৈরি করতে হবে।
গতকাল মঙ্গলবার সচিবালয়ে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের উপস্থিতিতে ধর্ম মন্ত্রণালয় ও হাবের মাঝে ট্রলিব্যাগ ক্রয় সংক্রান্ত আনুষ্ঠানিক দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষে যুগ্ন-সচিব (হজ) মোঃ হাফিজ উদ্দিন এবং হাবের পক্ষে মহাসচিব মো: শাহাদাত হোসাইন তসলিম স্বাক্ষর করেন। হজনীতি অনুযায়ীই হাব ট্রলিব্যাগ ক্রয় করে হজ এজেন্সিগুলোর মাঝে হস্তান্তর করবে। এ জন্য গত ১৯ ফেব্রæয়ারী ধর্ম মন্ত্রণালয়ে জমাকৃত প্রতি ট্রলিব্যাগের ২৫শ’ টাকা করে সর্বমোট ২৯ কোটা ২৫ লাখ টাকা শিগগিরই হাবের একাউন্টে হস্তান্তর করা হবে। জাতীয় পতাকা খচিত, যথাযথ মানসম্পন্ন, একই কালার এবং একই মাপের ট্রলিব্যাগ ক্রয়ের দিকনির্দেশনা দেয়া হয়েছে হাবকে। চুক্তি স্বাক্ষরের পরে ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ন-সচিব হাফিজ উদ্দিন ইনকিলাবকে একথা বলেন। চুক্তি অনুষ্ঠানে ধর্ম মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানও হাব নেতৃবৃন্দকে সঠিক মান ও মাপের ট্রলিব্যাগ ক্রয়ের অনুরোধ জানান। এসময়ে ধর্ম সচিব মো: আব্দুল জলিল, ধর্ম মন্ত্রীর পিএস ড. আবুল কালাম আজাদ, হাবের সিনিয়র সহ-সভাপতি মাওলানা ইয়াকুব শরাফতী, ধর্ম মন্ত্রীর এপিএস শফিকুল ইসলাম শফিক, উপ-সচিব (হজ) শরাফত জামান ও সিনিয়র সহকারী সচিব আবুল হাসন উপস্থিত ছিলেন। হাবের প্রতিষ্ঠাতা মহাসচিব ও বর্তমান সিনিয়র সহ-সভাপতি মাওলানা ইয়াকুব শরাফতী ধর্ম মন্ত্রণালয়ের সাথে হাবে ট্রলিব্যাগ ক্রয় সংক্রান্ত চুক্তির কথা স্বীকার করে ইনকিলাবকে বলেন, স্ব-স্ব হজ এজেন্সি জাতীয় পতাকা খচিত, একই মাপের এবং একই কালারের মান সম্পন্ন ট্রলিব্যাগ সরবরাহ করবে । হাব শুধু মনিটর করবে। গত কয়েক বছর হাবের মাধ্যমে কেনা ট্রলিব্যাগের মান নিয়েও নানা অনিয়মের অভিযোগ উঠেছিল। হজযাত্রীদের ট্রলিব্যাগের দাম প্রতি বছর লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ২০১৬ সালের হজ মৌসুমেও প্রত্যেক ট্রলিব্যাগের মূল্য ২ হাজার টাকা করে নেয়া হয়েছিল। চলতি বছর প্রতি ট্রলিব্যাগের দাম ২৫শ’ টাকা করে মুয়াল্লেম ফি’র সাথেই অগ্রিম জমা নেয়া হয়েছে। হাবের বর্তমান নতুন কমিটি’র মহাসচিব শাহাদাত হোসাইন তসলিম ট্রলিব্যাগ নিয়ে কোনো প্রকার অনিয়ম ও দুর্নীতি বরদাশত করা হবে না বলে আগেই ঘোষণা দিয়েছেন। হাবের ইসি কমিটি’র সদস্য ও হাবের সাবেক সহ-সভাপতি ফরিদ আহমেদ মজুমদার গতকাল বলেন, হজ প্যাকেজের নীতিমালা অনুযায়ীই হাব ট্রলিব্যাগ ক্রয় করে বিতরণ করার কথা। এ জন্য ধর্ম মন্ত্রণালয়ের সাথে কেন নতুন করে হাবের চুক্তি করতে হয়েছে তা’ বোধগম্য নয়। তিনি বলেন, বর্তমান হাবের প্রথম ইসি’র সভায় সিদ্ধান্ত হয়েছে হাব ট্রলিব্যাগ ক্রয়ের দায়িত্ব নিবে না, স্ব স্ব এজেন্সিই ট্রলিব্যাগ ক্রয় করবে এবং গত সোমবারের হাবের ইসি’র জরুরী সভায়ও অধিকাংশ সদস্য একই মতামত দেন। স্ব স্ব এজেন্সি’ই ট্রলিব্যাগ ক্রয়ের দায়িত্ব নিবে। এক প্রশ্নের জবাবে ফরিদ আহমদ মজুমদার বলেন, বিগত চার বছর হাবের পূর্বের কমিটি’র নেতৃবৃন্দ হজযাত্রীদের ট্রলিব্যাগ ক্রয় করে তা’ এজেন্সিগুলোর মাঝে বিতরণ করে প্রতি বছর হাবের ফান্ডে ৫০ লাখ টাকা করে আর্থিক মুনাফা অর্জন করেছে। তিনি বলেন, আগামী ২৪ জুলাই হজযাত্রীদের প্রথম হজ ফ্লাইট শুরু হবে। এতো কম সময়ে হাব টেন্ডার প্রক্রিয়া করে ট্রলিব্যাগ ক্রয় করতে পারবে না। ট্রলিব্যাগ সরবরাহকারী প্রতিষ্ঠানের ফ্যাক্টরী ভিজিট করে টেন্ডারের ওয়ার্ক অর্ডার দিতে কমপক্ষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ২২ দিনের সময় দিতে হবে। উল্লেখ্য, গত ২০ এপ্রিল হাবের নির্বাচনের সময়ে হাব গণতান্ত্রিক ঐক্য ফ্রন্টের প্যানেলের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছিল নির্বাচনে বিজয়ী হলে হাবের নতুন কমিটি ট্রলিব্যাগ ক্রয়ের দায়িত্ব নিবে না। স্ব-স্ব হজ এজেন্সি তাদের ট্রলিব্যাগ ক্রয় করবে। হাবের ইসি সদস্য এডভোকেট ড. আব্দুল্লাহ আল নাসের ইনকিলাবকে বলেন, নির্বাচনী ওয়াদা মোতাবেক স্ব স্ব এজেন্সিকে ট্রলিব্যাগ ক্রয়ের সুযোগ দেয়ার জন্য ধর্ম মন্ত্রণালয় থেকে ব্যাগের টাকা পাওয়ার সাথে সাথেই হাবের ইজিএম ডেকে হাব সদস্যদের মতামত নিয়ে ট্রলিব্যাগের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। হাবের বর্তমান কমিটি অত্যান্ত স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে দায়িত্ব পালন করছে। আগের মতো হাব কোনো কেলেংকারীর সাথেও সর্ম্পৃক্ত হবে না বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।