Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ অর্থের বিনিময়ে নিষ্পত্তি

| প্রকাশের সময় : ১৪ জুন, ২০১৭, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা ঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের নাকদি গ্রামে দ্বিতীয় শ্রেণীতে পড়–য়া এক শিশুকে (৯) ধর্ষণের অভিযোগ শালিশ বৈঠকের মাধ্যমে অর্থের বিনিময়ে নিস্পত্তি করার বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার ওই শিশুটিকে একই গ্রামের খলিলুর রহমান ধর্ষণের চেষ্টা করেছে বলে অভিযোগ তোলে শিশুটির পরিবার। গত কয়েকদনি ধরে এ নিয়ে স্থাণীয়ভাবে দেন দরবার চলে। গত সোমবার বিষয়টি নিয়ে দাদপৃর ইউনেয়ন পরিষদের কার্যালয়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেনের নেতৃত্বে শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ক্ষতিগ্রস্তের পরিবারকে ২৫হাজার টাকা প্রদান করা হয়।
শালিসকারী চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন জানান, শালিস বৈঠকে ধর্ষণের বিষয়টি প্রমানিত হয়নি। তবে অভিযোগকারীরা দরিদ্র হওয়ায় ধর্ষণের অভিযোগ ওঠা খলিলের পরিবারের নিটক থেকে ২৫হাজার টাকা জরিমানা নিয়ে দেয়া হয়েছে। ধর্ষণ না হলে বা অভিযোগ প্রমানিত না হলে কেন জরিমানা আদায় করা হলো জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ