Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২৭ জুন থেকে ঢাকা-কক্সবাজার রুটে ইউএস-বাংলার বোয়িং ৭৩৭-৮০০

| প্রকাশের সময় : ১৪ জুন, ২০১৭, ১২:০০ এএম

কক্সবাজার বিমান বন্দরের রানওয়ে সম্প্রসারনেরর কাজ সমাপ্ত হওয়ায় ইউএস-বাংলা এয়ারলাইন্স দেশীয় পর্যটকদের কক্সবাজার ভ্রমণে আকৃষ্ট করতে আগামী ২৭ জুন থেকে প্রতিদিন ১৬৪ আসনবিশিষ্ট বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। ঢাকা থেকে কক্সবাজারে বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট ছাড়াও প্রতিদিন ৭৬ আসনবিশিষ্ট ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফট ও পরিচালিত হবে।
১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফটে ৮টি বিজনেস ক্লাস ও ১৫৬টি ইকোনমি ক্লাস এর আসন ব্যবস্থা রয়েছে। বর্তমানে ইউএস-বাংলা’র বিমান বহরে তিনটি বোয়িং ৭৩৭-৮০০ এবং তিনটি ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফট রয়েছে।
আসন্ন ঈদ উপলক্ষে ইউএস-বাংলা ১৫ জুন থেকে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। ঈদ পূর্ববর্তী ঢাকা থেকে যশোরে ১০ টি, সৈয়দপুরে ৪ টি, বরিশালে ২ টি এবং রাজশাহীতে ১৪ টি এবং ঈদ পরবর্তী যশোর থেকে ৩ টি, সৈয়দপুর থেকে ১ টি এবং রাজশাহী থেকে ৪টি ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে।
অতিরিক্ত ফ্লাইট ছাড়াও সিডিউল অনুযায়ী ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রামে ৬টি, যশোরে ২টি, কক্সবাজারে ২টি, সৈয়দপুরে ২টি ও সিলেটে ১টি এবং সপ্তাহে তিনটি করে ফ্লাইট পরিচালনা করবে বরিশাল ও রাজশাহীতে। -প্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ