Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদ্যুৎবিল পরিশোধের সুবিধা আরো বিস্তৃত করল রবি

| প্রকাশের সময় : ১৪ জুন, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের একাংশের বিদ্যুৎ গ্রাহকদের জন্যও মোবাইল ফোনের মাধ্যমে বিল পরিশোধের সুবিধা এনেছে মোবাইল ফোন অপারেটর রবি। এ লক্ষ্যে সম্প্রতি একটি চুক্তি সই করেছে রবি ও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডবিøউজেডপিডিসিএল)। এই চুক্তির আওতায় ডবিøউজেডপিডিসিএল’র গ্রাহকরা রবি সংযোগের মাধ্যমে অথবা রবিক্যাশ লোগো চিহ্নিত এজেন্ট পয়েন্ট থেকে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। খুলনায় অনুষ্ঠিত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডবিøউজেডপিডিসিএল’র কোম্পানির সেক্রেটারি আব্দুল মোতালেব এবং রবি’র ডিজিটাল সার্ভিসেস’র ভাইস প্রেসিডেন্ট দেওয়ান নাজমুল হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি সই করেন।
এসময় ডবিøউজেডপিডিসিএল’র ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার মো: শফিক উদ্দিন, এক্সিকিউটিভ ডিরেক্টর (ফাইন্যান্স) আর. কে. দেবনাথ, এক্সিকিউটিভ ডিরেক্টর (ইঞ্জিনিয়ারিং) ইঞ্জিনিয়ার হাসান আলী তালুকদার এবং রবি’র খুলনার রিজিওনাল ম্যানেজার মো: মারুফ হোসেন চৌধুরী, ম্যানেজার মো: নজরুল ইসলাম জামান এবং মো: ফিরোজ কবির উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ