Inqilab Logo

রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

ছাতকে বিভিন্ন সংগঠনের ইফতার মাহফিল

| প্রকাশের সময় : ১৪ জুন, ২০১৭, ১২:০০ এএম

ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা : ছাতকে বিভিন্ন সংগঠনের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, ইফতারও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে। এতে হতদরিদ্র থেকে সমাজের বিভিন্ন শ্রেনী ও পেশার লোকজন অংশ নিচ্ছেন। গত সোমবার বাংলাদেশ দলিল লেখক সমিতি ছাতক উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্টিত হয়। সমিতির সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও সেক্রেটারী সাদেক আহমদের পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন, ছাতক সাব-রেজিস্ট্রার শাহ নেওয়াজ খান। এ সময় দলিল লেখক শাহাজুল ইসলাম, আব্দুল হক, রনজিত চৌধুরী, মুহিবুল হক, বাকীবিল্লাহ, ফয়ছল আহমদ, জয়নাল আবেদীন, ওয়াছির আলী, সৈয়দুল ইসলাম, আব্দুল আউয়াল, মাহমুদুল হাসান ছালিক, আশরাফুল হক, শাহিন আহমদ চৌধুরী আকল, আব্দুল কাইয়ূম, নাজমুল ইসলাম, লায়েক মিয়া, তারেক আহমদ, হিফজুল বারী শিমুল প্রমূখ উপস্থিত ছিলেন। সোমবার অপর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় শহরের আলমাছ হোটেলে। ছাতক একতা শিল্পী গোষ্ঠির উদ্যোগে পরিচালক তানভীর আহমদ জাকিরের সভাপতিত্বে ও সহকারি পরিচালক মুহিতুল ইসলাম মুহিতের পরিচালানায় অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ছাতক প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদার।
এতে বিশেষ অতিথি ছিলেন, সিলেট প্রেসক্লাব সদস্য ও দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার ইঞ্জিনিয়ার এনামুল হক, ছাতক প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি চান মিয়া, চরেরবন্দ পৌর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমদ, ছাতক টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক ও ছাতক প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান সবুজ, ডিজাইনার ওয়াহিদুল আলম নোমান, সদস্য রায়হান মাহমুদ, আজাদুর রহমান আজাদ, জাবেদ আহমদ, শামীম আহমদ, যুবায়ের আহমদ, আলাল মিয়া প্রমূখ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ