Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রীপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রামপুলিশকে মারধরের অভিযোগ

| প্রকাশের সময় : ১৪ জুন, ২০১৭, ১২:০০ এএম

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : উপজেলার ১নং মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকনের বিরুদ্ধে তারই পরিষদের গ্রামপুলিশ সংখ্যালঘু শ্রী নিতাই গৌরকে বেধড়ক লাঠিপেটা করে আহত করার লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা যায়, গত ৭ জুন শ্রীপুরে ঢাকা বিভাগীয় কমিশনার হেলালুদ্দিন আহমদ মাওনা ইউনিয়ন পরিষদ ভিজিট করার সময় গ্রামপুলিশদের সমস্যা ও সুযোগসুবিধা নিয়ে বক্তব্য শুনতে চান। এসময় অভিযোগকারী শ্রী নিতাই গৌর তাদের সুযোগ সুবিধা ও অসুবিধাগুলো স্ব-বিস্তারে বলতে গিয়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চলে যাওয়ায় কমিশনার চলে যাওয়ার পর পরিষদের তাকে ডেকে নিয়ে দরজা লাগিয়ে বেধড়ক লাঠিপেটা করে। তার চিৎকার চেঁচামেচিতে আশপাশের লোকজন এগিয়ে এসে আহত অবস্থায় তাকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করে। এ ব্যাপারে গ্রামপুলিশ শ্রী নিতাই গৌর গতকাল মঙ্গলবার শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। স্থানীয় গ্রামপুলিশের সভাপতি মহিউদ্দিন জানান, প্রশাসন আইনগত ব্যবস্থা না নিলে প্রয়োজনে কেন্দ্রীয় ভাবে জানিয়ে আন্দোলনে যাবেন।
এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন বলেন, গ্রাম পুলিশ বেয়াদবী করার কারণে তাকে কয়েকটি লাঠিপেটা করেছি। শ্রীপুর থানার ওসি আসাদুজ্জামান জানান, আমরা দেখতেছি, প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ