Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্বশুরের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বাড়ি ছাড়া

| প্রকাশের সময় : ১৪ জুন, ২০১৭, ১২:০০ এএম

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : শ্রীপুরে ৪টি স্ত্রী বর্তমান থাকার পরও শারীরিক সম্পর্ক করতে রাজী না হওয়ায় ৫ মাসের অন্ত:স্বত্বা পুত্রবধূকে বাড়ি থেকে বের করে দিল লম্পট শ্বশুর। এ ব্যাপারে ভিকটিম পুত্রবধূ গতকাল মঙ্গলবার দুপুরে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছে। অভিযোগে জানা যায়, গোসিংগা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার লতিফপুর গ্রামের মো: বরকত আলী খোকার সৎ পুত্র মো: মামুন অর রশিদের সাথে গত দুই বছর আগে কাপাসিয়া উপজেলার আক্কাছ আলীর কন্যা মোছা: আয়েশা আক্তারের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই লম্পট শ্বশুর আড়ালে আবডালে আকার ইঙ্গিতে তার পুত্রবধূকে কুপ্রস্তাব দিয়ে আসতে থাকে। গত ২৭ মে কথিত শ্বশুর সকলের অজান্তে কথা আছে বলে আড়ালে নিয়ে শারীরিক সম্পর্ক করার জন্য প্রস্তাব দেয়। রাজী না হওয়ায় ৫ মাসের অন্ত:স্বত্বা ভিকটিম কাপাসিয়া কলেজের স্নাতক ১ম বর্ষের ছাত্রী আয়েশা আক্তারকে মারপিট করে বাড়ি থেকে বের করে দেয়। অভিযুক্ত বরকত আলী খোকার সাথে কথা বললে তিনি জানান, আমার বিরুদ্ধে এমন অভিযোগ করে আয়েশা এই বাড়িতে কিভাবে থাকবে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ