বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
অনলাইন ডেস্ক : কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন থেকে প্রায় ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র্যাব। এই সময়ে একজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে এ অভিযান চালানো হয় বলে র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন জানান।
আটক জাফর আলম (৪৫) হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়ার মৃত পেটান বক্সের ছেলে।
মেজর রুহুল আমিন বলেন, হোয়াইক্যং এলাকায় কিছু মাদক ব্যবসায়ী ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য জড়ো হয়েছে খবরে র্যাবের একটি দল অভিযান চালায়। র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ২/৩ জন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। এ সময় ধাওয়া করে একজনকে আটক করা হয়।
“পরে আটক জাফর আলমের হাতে থাকা একটি স্কুল ব্যাগে তল্লাশি চালিয়ে ২৯ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এর মূল্য প্রায় ৮৯ লাখ ৮৫ হাজার টাকা।”
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।