Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে রেলের আগাম টিকিট বিক্রি শুরু

| প্রকাশের সময় : ১৩ জুন, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : ঈদে ঘরমুখো মানুষের জন্য রেলের আগাম টিকিট বিক্রি শুরু হলেও গতকাল প্রথমদিনে স্টেশনে ভিড় ছিল কম। সকালে চট্টগ্রাম থেকে সিলেট, ঢাকা, চাঁদপুরসহ বিভিন্ন রুটের ১০টি এক্সপ্রেস ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়। আগামী ২১ জুনের আগাম টিকিট দেওয়া হয় গতকাল। ওইদিন অফিস আদালত খোলা থাকবে এ কারণে আগাম টিকিট কিনতে যাত্রীদের ভিড় কম বলে জানান স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ। তিনি বলেন, সকালে আমরা টিকিট বিক্রি শুরু করি তবে আগ্রহীদের ভিড় কম।  পূর্বাঞ্চল রেলওয়ে সূত্রে জানা যায়, প্রথম দিনে ঢাকামুখী সুবর্ণ, সোনার বাংলা, তুর্ণা নিশীথা, মহানগর প্রভাতী, মহানগর গোধুলী, চট্টলা, চাঁদপুরমুখী মেঘনা এক্সপ্রেস, সিলেটমুখী পাহাড়িকা ও উদয়ন এক্সপ্রেস, ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসের মোট দুই হাজার ৬৩৩টি টিকিট বিক্রির জন্য রাখা ছিল। তবে বেশিরভাগ টিকিট বিক্রি হয়নি। আজ (মঙ্গলবার) আগামী ২২ জুনের আগাম টিকিট বিক্রি করা হবে বরে রেল কর্মকর্তারা জানান। এছাড়া আগামী বুধবার ২৩ জুনের, বৃহস্পতিবার ২৪ জুনের এবং শুক্রবার ২৫ জুনের আগাম টিকিট বিক্রি করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ