Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বক্তব্য দিতে চাইলে রাস্তায় গিয়ে দেন : দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রী

প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : প্রধান বিচারপতিকে নিয়ে বক্তব্য দেওয়ায় দুই মন্ত্রী কামরুল ইসলাম ও মোজাম্মেল হোসেনকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যদি কেউ এ ধরনের বক্তব্য দিতে চান, তাহলে রাস্তায় গিয়ে দেন। মন্ত্রীসভার সদস্য হয়ে বক্তব্য দেওয়ার সুযোগ পেলেই যা খুশি বলবেন এবং যেকোনো সংগঠন ও প্রতিষ্ঠানে গিয়ে কথা বলছেন, এটা ঠিক নয়।
আজ সোমবার মন্ত্রীসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
বৈঠক সূত্রে জানা গেছে, এসময় প্রধানমন্ত্রী তাদের নাম উল্লেখ করেননি। তবে, যে দুই মন্ত্রীকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী এ কথা বলেছেন, এ সময় ওই দুই মন্ত্রীই সেখানে উপস্থিত ছিলেন।
জানা গেছে, বৈঠকে প্রধানমন্ত্রী ওই দুই মন্ত্রীর উপর ক্ষোভ প্রকাশ করেছেন। মন্ত্রীদের এ ধরনের বক্তব্যে প্রধানমন্ত্রী বিব্রত হয়েছেন, তাঁর সরকারও বিব্রত হয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ