Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতক্ষীরায় স্ত্রীকে কুপিয়ে জখম : স্বামীর আত্মহত্যা

| প্রকাশের সময় : ১৩ জুন, ২০১৭, ১২:০০ এএম

 

সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার : সাতক্ষীরার তালায় স্ত্রীকে কুপিয়ে জখম করার পর স্বামী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। রোববার দিবাগত রাতে তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের ঘোনা গ্রামে এ ঘটনাটি ঘটে। মারাত্মক আহত স্ত্রী ইরানি বেগমকে প্রথমে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থান্তার করা হয়েছে। আত্মহত্যাকারি আক্তার আলি মোড়ল ঘোনা গ্রামের গওর আলি মোড়লের ছেলে। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, রোববার দিবাগত রাতে স্বামী আক্তার আলি মোড়ল তার স্ত্রী ইরানি বেগমকে ঘুমন্ত অবস্থায় এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। জখম করার পর নিজে বাড়ির সামনে একটি আম গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। স্ত্রীর চিৎকারে পাশ্ববর্তী লোকজন ছুটে আসলে স্ত্রীকে প্রথমে তালা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। সেখানেও অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থান্তর করা হয়েছে। ওসি আরও জানান, আক্তার মোড়ল দুই সন্তানের জননী। এবং সে মানসিক ভারসম্যহীন ছিল। পুলিশ আক্তার মোড়লের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ