Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নরসিংদী ছাত্রদলের প্রতিবাদ সভা

| প্রকাশের সময় : ১৩ জুন, ২০১৭, ১২:০০ এএম


স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : নরসিংদী জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান নাহিদকে গুম করার প্রতিবাদে গতকাল সোমবার নরসিংদী জেলা ছাত্রদল এক প্রতিবাদ সভার আয়োজন করেন। সকাল ১১ টায় চিনিশপুর বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এই প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপিসাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান উদ্দিন মোল্লা। প্রধান অতিথির বক্তৃতায় বিএনপিসাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার বলেন, গণতান্ত্রিক দেশে আমরা রাজনীতি করি। আমরা বহু মত বহু পথে বিশ্বাস করি। রাজনীতি করি দেশ, মাটি ও মানুষের জন্য। রাজনীতি করার অপরাধে কারো জীবন সংহার হতে পারে না। যুদ্ধের ময়দানেও আত্মসমর্পণ করে মানুষ প্রাণ রক্ষা করতে পারে। কিন্তু বাংলাদেশের রাজনীতির ময়দানে সুষ্ঠু রাজনীতি করেও মানুষ কোন নিরাপত্তা পাচ্ছে না। বিনা মামলা, বিনা ওয়ারেন্টে নাহিদকে ধরে নিয়ে গুম করে রাখার ঘটনা আবারো প্রমান করেছে এ দেশে গণতান্ত্রিক পরিবেশ নেই। নেই নির্বাচনের পরিবেশও। তিনি নাহিদকে গুমকারীদের প্রতি সবিনয় আবেদন জানিয়ে বলেন, নাহিদের বিরুদ্ধে গুরুতর কোন অপরাধ থেকে থাকলে দয়া করে তাকে আইনের হাতে সোপর্দ করুন, আদালতে তার বিচার হতে দিন। জেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আকবর হোসেন, নরসিংদী শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, জেলা বিএনপির দফতর সম্পাদক আমিনুল হক বাচ্চু, প্রচার সম্পাদক শাহজাহান মল্লিক, সিনিয়র সহ-সভাপতি ডা. শফিকুল ইসলাম স্বপন, জেলা যুবদলের আহবায়ক ও নরসিংদী সরকারী কলেজের সাবেক জিএস মহসিন হোসাইন বিদ্যুৎ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ