বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ইবি রিপোর্টার : ইসলামী বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ডায়েরিতে বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম বাদ দেওয়ায় প্রশাসনিক সকল পদ থেকে পদত্যাগের হুমকি দিয়েছে বিএনপিপন্থী শিক্ষকবৃন্দ।
সোমবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে জিয়া পরিষদের সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হোসেনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের সাধারণ প্রফেসর মো. সেলিম। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রফেসর ড. মিজানুর রহমান, প্রফেসর ড. নজিবুল হক, প্রফেসর মো. সেলিম এবং পরিষদের সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হোসেন। সংবাদ সম্মেলনে আগামী ১৯ জুনের মধ্যে প্রকাশিত ডায়েরি বিতরণ বন্ধ এবং প্রত্যাহার করে প্রতিষ্ঠাতার নাম সম্বলিত ডায়েরি প্রকাশ না করা হলে ঈদের পরে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেয় তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।