Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতক্ষীরায় স্ত্রীকে হত্যার চেষ্টার পর স্বামীর আত্মহত্যা

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ জুন, ২০১৭, ৩:০১ পিএম

সাতক্ষীরা জেলা সংবাদদাতা : পারিবারিক কলহের জের ধরে স্ত্রী ইরানি বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে স্বামী আক্তার মোড়ল (৩৭)। ইরানি বেগম বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

রোববার রাত সাড়ে ১২টার দিকে সাতক্ষীরার তালা উপজেলার ঘোনা গ্রামে এ ঘটনা ঘটে। অবস্থার অবনতি হওয়ায় ইরানিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

ইরানির ভাই অ্যাডভোকেট ছকিল উদ্দীন গাজী জানান, উপজেলার ঘোনা গ্রামের মৃত একোব্বর গাজীর মেয়ে ইরানির সাথে একই গ্রামের দরিদ্র পরিবারের আক্তার মোড়লের বিয়ে হয়। বিবাহিত জীবনে তাদের তিন ও ছয় বছরের দুটি মেয়ে সন্তান রয়েছে। সাংসারিক জীবনে তাদের মধ্যে প্রায় ঝগড়া-বিবাদ হতো।

তিনি জানান, রোববার সন্ধ্যায় তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ইরানিকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে আক্তার। পরে বাড়ির পাশে একটি আমগাছে আক্তার গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। আর ওই রাতেই আহত ইরানী বেগমকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গেছে।

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা ডাক্তার শাহারুল ইসলাম জানান, রাত দুইটার দিকে ইরানিকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছিল। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আক্তারের লাশ উদ্ধার করা হয়েছে।



 

Show all comments
  • md.ismail ১২ জুন, ২০১৭, ৭:৩৭ পিএম says : 0
    NO benefit for this work .so no body don't that same .ok
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ