Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তানোরে নব্য জেএমবির তিন সদস্য আটক

তানোর (রাজশাহী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ জুন, ২০১৭, ১২:৪৩ পিএম | আপডেট : ১২:৪৪ পিএম, ১২ জুন, ২০১৭

তানোর (রাজশাহী) উপজেলা সংবাদদাতা : রাজশাহীর তানোরের পাচন্দর ইউপির ডাঙ্গাপাড়া এলাকার এক বাড়িতে নব্য জেএমবির তিন সদস্যকে আটকের পর বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ। বোমা বিশেষজ্ঞদের অপেক্ষায় কড়া পুলিশ পাহারায় রাখা হয়েছে বাড়িটি। সেই সঙ্গে বাড়ির চার পাশে ১৪৪ ধারা জারি করা হয়েছে। তবে পুলিশের দাবি বাড়িতে আর কেউ নাই। বাড়িতে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ থাকতে পারে।

এদিকে রাতে ঢাকা থেকে বোমা বিশেষজ্ঞরা রওয়ানা দিয়েছেন বলে জানিয়েছেন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ। তারা দুপুরের পর নাগাদ ঘটনাস্থলে উপস্থিত হতে পারবেন বলে জানানো হয়েছে। ঢাকা থেকে বোমা বিশেষজ্ঞরা ঘটনাস্থলে আসার পর অভিযান শুরু করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ‘ডিএসবি’ সুমিত চৌধুরী।

অপরদিকে সোমবার সকালে ওই বাড়ি থেকে চার শিশু ও তিন নারীসহ ৯জনকে থানা হেফাজতে নেয়া হয়েছে। এরা হলেন-জঙ্গি ইব্রাহিম, রমজান আলী, আয়েশা বেগম, হাওয়া খাতুন, মর্জিনা খাতুন, হারেছা খাতুন এবং শিশুদের মধ্যে হাওয়া খাতুনের এক ও মর্জিনা খাতুনের তিন শিশু কন্যা। যাদের বয়স এক মাস থেকে নয় বছর পর্যন্ত।

গত রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া গোয়েন্দা ‘ডিবি’ ও রাজশাহী জেলা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে দুটি সুইসাইড ভেস্ট, একটি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করে। এছাড়াও ওই বাড়িতে আরো গোলাবারুদ থাকতে পারে এমন আশঙ্কায় পুলিশ বাড়িটি ঘিরে রেখেছেন।

রাতে আটক করা হয় নব্য জেএমবির সদস্য ইব্রাহিম হোসেন, ইসরাফিল হোসেন ও রবিউল ইসলাম এদের মধ্যে ইসরাফিল ও ইব্রাহিম দুজন সহোদর।

রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার ‘ডিএসবি’ সুমিত চৌধুরী জানান, রোববার দিবাগত রাত আড়াইটার দিকে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ ও রাজশাহী জেলা পুলিশ যৌথ অভিযান শুরু হয়। বাড়িতে জঙ্গি আছে এমন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালানো হয়। পরে ওই বাড়ি থেকে তিন জনকে আটক করা হয়। আটকের পর তাদের কাছে থেকে অস্ত্র, গুলি, ম্যাগাজিন উদ্ধার করা হয়। এছাড়াও বাড়িতে গোলাবারুদ থাকতে পারে ধারণা করা হচ্ছে। এর ফলে ঢাকা থেকে বোমা বিশষজ্ঞদের জানানো হয়েছে। তারা এলে ওই বাড়িতে অভিযান চালানো হবে। তবে ওই বাড়িতে আর কোনো জঙ্গি নাই বলে ধারণা করছে পুলিশ। এদিকে এই প্রতিবেদন তৈরি পর্যন্ত ওই বাড়ি ঘিরে রেখেছিল পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ