Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজার উপকূলে ঝড়ো হাওয়া, সাগরে ৩ নম্বর সতর্ক সংকেত

৩ নৌকাডুবি, ১০ নৌ শ্রমিক নিখোঁজ

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১২ জুন, ২০১৭, ১০:৪৫ এএম

কক্সবাজার ব্যুরো : ঘূর্ণিঝড় ‘মোরা’ ছোবল দেয়ার দুই সপ্তাহ না পেরোতেই পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে আরও একটি লঘুচাপ। উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে গতকাল রাত থেকে কক্সবাজার উপকূলে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। সাথে থেমে থেমে প্রবল বৃষ্টি অব্যাহত রয়েছে। কক্সবাজার, চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশের আবহাওয়া দফতর।

এদিকে ঝড়ো হাওয়ার কবলে পড়ে মহেশখালী ও টেকনাফে ৩টি নৌকা ডুবির খবর পাওয়া গেছে। এতে কমপক্ষে ১০ জন নৌ শ্রমিক নিখোঁজ রয়েছে বলেও স্থানীয় বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। গত রাত থেকে গোটা কক্সবাজার জেলায় কোথাও বিদ্যুৎ নেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ