বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্পোর্টস ডেস্ক : ইউরো অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে স্যান ম্যারিনোর মাঠ থেকে ৮-০ গোলের জয় নিয়ে ফিরেছিল জার্মানি। ফিফা র্যাংকিংয়ের ২০৪ নম্বর দলের বিপক্ষে ঘরের মাঠে এর চেয়ে বড় গোলউৎসবই অপেক্ষা করছিল। কিন্তু না, গেল পরশুর সেই ম্যাচে বরং একটি গোল কম করে ৭-০ ব্যবধানে জিতেছে বিশ্বচ্যাম্পিয়নরা।
হফেনহেইম ফরোয়ার্ড সান্দ্রো ভাগনার একাই করেন তিন গোল, একটি করে ড্রক্সলার, ইউনেস, মুস্তাফি ও ব্রান্ট। এই নিয়ে বাছাইপর্বের ছয় ম্যাচে মোট ২৭ টি গোল করল জার্মানি, বিপরীতে হজম করেছে মাত্র একটি! ‘সি’ গ্রæপে পূর্ণ ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে তারা। আজারবাইজানকে ১-০ গোল হারানো নর্দান আয়ারল্যান্ড ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে। ৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে থাকা চেক রিপাবলিক এদিন ১-১ গোলে ড্র করে নরওয়ের সাথে।
একই রাতে শেষ সময়ের নাটকীয়তায় স্কটল্যান্ডের কাছে আসরের প্রথম হারের স্বদ পেতে বসেছিল ১৪ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রæপের শীর্ষে থাকা ইংল্যান্ড। কিন্তু যোগ করা সময়েরও শেষ মুহূর্তে করা হ্যারি কেনের গোলে হার এড়ায় তারা। ৮৭ মিনিট পর্যন্তুও দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় ওক্সালেট চেম্বালাইনের করা গোলে এগিয়ে ছিল ইংলিশরা। এরপর দুই মিনিটের ব্যবধানে গ্রিফিতের জোড়া গোলে উল্টো লিড নেয় স্কটিশরা। কিন্তু শেষ মুহূর্তে কেনের গোলে ২-২ ড্রয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে গ্যারেথ সাউথগেটের দল। মাল্টাকে ২-০ গোলে হারানো ¯েøাভেনিয়া ১১ পয়েন্ট নিয়ে দ্বতীয় স্থানে।
রোমানিয়াকে ৩-১ গোলে হারিয়ে ১৬ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রæপের শীর্ষস্থান ধরে রেখেছে রবার্ট লেভান্দোভস্কির পোল্যান্ড। তিনটি গোলই করেন বায়ার্ন মিউনিখ তারকা। সমান ১০ পয়েন্ট নিয়ে দুই ও তিনে থাকা মোন্টেনেগ্রো ও ডেনমার্ক যথাক্রমে ৪-১ ও ৩-১ গোলের জয় পেয়েছে আর্মেনিয়া ও কাজাখস্তানের বিপক্ষে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।