বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে ইয়াবা বহনের অপরাধে এক ব্যক্তিকে ছয় বছরের কারাদন্ড দেওয়া হয়েছে। গতকাল (রোববার) চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোঃ শাহেনুর এ রায় দেন। দন্ডিত মোঃ রফিক কক্সবাজারের টেকনাফ উপজেলার বাসিন্দা। কারাগার থেকে জামিনে বের হয়ে বর্তমানে পলাতক আছেন তিনি।
মহানগর পিপি মোঃ ফখরুদ্দিন জানান, আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত মাদক আইনে ছয় বছরের কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড দেন। অর্থদন্ড দিতে ব্যর্থ হলে রফিককে আরও এক মাস কারাভোগ করতে হবে বলে জানান তিনি।
আদালত থেকে জানা যায়, ২০১৬ সালের ৫ জুন নগরীর কর্ণফুলী শাহ আমানত সেতু এলাকায় থেকে ৮০০ পিস ইয়াবাসহ রফিককে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এ ঘটনায় অধিদপ্তরের পরিদর্শক আবুল কাশেম বাদি হয়ে বাকলিয়া থানায় একটি মামলা করেন। গ্রেফতারের এক মাস পর ৭ জুলাই আদালতে চার্জশিট দেওয়া হয়। ওই বছরের ২৭ নভেম্বর আদালত অভিযোগ গঠন করেন। রাষ্ট্রপক্ষের ছয় জনের মধ্যে পাঁচ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।