Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোটাধিকার প্রতিষ্ঠায় ঈদের পরে আন্দোলন -ডাঃ শাহাদাত

| প্রকাশের সময় : ১২ জুন, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডাঃ শাহাদাত হোসেন বলেছেন, দেশের মানুষের গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় ঈদের পরেই আন্দোলন শুরু করবে বিএনপি। ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সর্বক্ষেত্রে দুর্নীতির মহোৎসব চলছে। গতকাল (রোববার) নগরীর স্টেশন রোডস্থ একটি হোটেলে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের উদ্যোগে অবসরপ্রাপ্তদের সংবর্ধনা এবং ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ডাঃ শাহাদাত বলেন, চলিত বাজেটে ঘাটতি মেটাতে জনগণের পকেট কাটছে। গ্যাসের মূল্য দু’দফা বৃদ্ধি করা হয়েছে। যা সাধারণ জনগণের নাভিশ্বাস উঠেছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির ফলে জনগণ দিশেহারা হয়ে পড়েছে। রেলওয়ে শ্রমিক দল নেতা বাহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপিসাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় রেলওয়ে শ্রমিকদল নেতা এড. এম আর মঞ্জু, শেখ নুরুল্লাহ বাহার, শফিকুর রহমান স্বপন, ইয়াছিন চৌধুরী লিটন, কামরুল ইসলাম, গাজী সিরাজ উল্লাহ, জসিম উদ্দিন চৌধুরী, জিয়াউর রহমান জিয়া, আলী মর্তুজা খান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ