Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাগলনাইয়ায় লাশবাহী খাট বিতরণ

| প্রকাশের সময় : ১২ জুন, ২০১৭, ১২:০০ এএম

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা : ছাগলনাইয়া পৌরসভার মেয়র এম মোস্তফার উদ্যোগে পৌর এলাকার ৯টি ওয়ার্ডের ৯টি মসজিদে লাশবাহী খাট (এসএস) বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার বেলা ২টায় পৌরসভা প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ মানবাধিকার ও পরিবেশ ফাউন্ডেশনের কেন্দ্রীয় মহাসচিব ও পৌর মেয়র এম মোস্তফা স্ব স্ব মসজিদের কমিটির হাতে উক্ত লাশবাহী খাটগুলো হস্তান্তর করেন। ছাগলনাইয়া পৌরসভার প্যানেল মেয়র মুন্সি নুর হোসেনের সভাপতিত্বে এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, পৌর সচিব আবদুল হাই, সহকারী প্রকৌশলি হুমায়ুন কবির, কাউন্সিলর হাবিবুর রহমান, সাইফুল ইসলাম স্বপন, মেহেদী হাসান চৌধুরী শিমুল, ছলিম উল্যাহ ভূঁঞা হুমায়ুন, জাহাঙ্গীর আলম ভূঁঞা, মোজাহারুল ইসলাম মুছা, সামছুল হক, মহিলা কাউন্সিলর আলেয়া বেগম মঞ্জু, শাহেনা আক্তার, হাছিনা আক্তার, ও পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক নুরুল হকসহ বিভিন্ন মসজিদ কমিটির সভাপতি, সম্পাদক ও সদস্যবৃন্দ।
পৌর মেয়র এম মোস্তফা জানান, জননেত্রী শেখ হাসিনার যুগপোযোগী পদক্ষেপের ধারাবাহিকতা রক্ষার জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি। সেবামূলক কাজ করার জন্য আমরা নির্বাচনের সময় জনগনের কাছে প্রতিশ্রæতি বদ্ধ ছিলাম। পৌরসভার মেয়র হিসেবে সেবার মানিসকতা নিয়েই এসেছি। ধর্মীয় দৃষ্টিকোন থেকে সওয়াবের উদ্দেশ্যে পৌর এলাকায় যেসমস্ত মসজিদের লাশবাহী খাটগুলো জরাজীর্ণ এবং মসজিদ কমিটি অর্থ সঙ্কটের কারণে ক্রয় করতে ব্যর্থ হচ্ছে পর্যায়ক্রমে আমরা চাহিদা মোতাবেক সবগুলি মসজিদে খাট দেওয়া হবে। এছাড়াও পৌর মেয়র বিভিন্ন মসজিদ, মাদরাসা ও অজু খানা নির্মাণ ও পুনঃনির্মাণ করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ