রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সাতক্ষীরা জেলা সংবাদদাতা : সাতক্ষীরায় ছেলের লাঠির আঘাতে বাবা আকবর আলি মিস্ত্রির (৬০) মৃত্যু হয়েছে। পাওনা টাকা নিয়ে বিরোধে ছেলের হাতে বাবাকে প্রাণ হারাতে হলো। মাথায় লাঠির আঘাতে আহত আকবর মিস্ত্রি ১১ জুন রোববার ভোর রাতে মারা যান । সদর উপজেলার হাজীপুর গ্রামে এঘটনার পর ঘাতক ছেলে আব্দুস সালাম মিস্ত্রিকে ধরতে পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছে। রোববার সকালে সাতক্ষীরা সদর থানার ওসি মারুফ আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এ প্রতিনিধিকে জানান, আকবর মিস্ত্রির মেয়ে রাফিজা বেগম তার ভাই সালাম মিস্ত্রির কাছে টাকা পায়। এই টাকা চাওয়াকে কেন্দ্র করে ১০ জুন শনিবার দুপুওে ভাই-বোনের মধ্যে ঝগড়া লাগে। এক পর্যায়ে তাদেও মধ্যে হাতাহাতি শুরু হলে বাবা আকবর মিস্ত্রি তা থামানোর চেষ্টা করেন। এসময় ছেলে সালাম তার হাতে থাকা লাঠি দিয়ে বাবা আকবরের মাথায় আঘাত করে। এতে তিনি আহত হন। এরপর ভোরে তিনি মারা যান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।