রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা : ঢাকার ধামরাইয়ে এক ইউপি সদস্যের উপর সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে বেধরক মারধর করে হাত ও পা ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষ। চিকিৎসার জন্য ওই ইউপি সদস্যকে প্রথমে ধামরাই সরকারী হাসপাতালে পরে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে গতকাল রোববার সকালের দিকে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে, উপজেলার নান্নার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দুই’বারের নির্বাচিত সদস্য নূরুল ইসলাম ঠান্ডু ফেরাজীর সাথে একই গ্রামের মোল্লা পরিবারের লোকজনের নানা বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরমধ্যে গেল শুক্রবার রাত ১১টার দিকে ইলিম মিয়া নামের এক ব্যক্তি তাকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নেয়। তারপরই আলম মোল্লার নেতৃত্বে ৮/১০জন দেশীয় অস্ত্র নিয়ে ওই ইউপি সদস্যের উপর হামলা চালায়। একপর্যায়ে তাকে বেধরক মারধর করে শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখম করে হাত পা ভেঙ্গে দেয়। পরে প্রতিবেশীরা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় ওই ইউপি সদস্যকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে ধামরাই সরকারী হাসপাতালে নেয়া হয়। পরে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। এব্যাপারে ইউপি সদস্যের ছোট ভাই আবুল হোসেন ৯জনকে আসামী করে ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।