Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাটমোহরে হাত বাড়ালেই মাদক

| প্রকাশের সময় : ১২ জুন, ২০১৭, ১২:০০ এএম

চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা : পাবনার চাটমোহরে পৌরসদরসহ বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম-গঞ্জে সর্বত্র অভিনব কায়দায় চলছে মাদকের ব্যবসা। হাত বাড়ালেই মিলছে মাদক। বাড়ছে মাদকসেবীর সংখ্যা। যার ফলশ্রুতিতে বেড়ে গেছে বিভিন্ন প্রকার অসামাজিক কর্মকান্ড। সন্ধ্যা নামলেই মাদকসেবীদের বেপরোয়া আনাগোনা বেড়ে যায়। যুব সমাজ ধ্বংসের মুখে ধাবিত হচ্ছে। সাধারণ মানুষ প্রতিবাদ করার সাহস পায় না। কারণ এসব নিয়ন্ত্রণ করে ক্ষমতাধর নেতারা। মাঝে মধ্যে মাদকসেবী ও বিক্রেতারা গ্রেফতার হলেও আবার আইনের ফাঁক দিয়ে বের হয়ে এসে পুনরায় ব্যবসা পরিচালনা করে বলে অভিযোগ। চাটমোহরের বিভিন্ন পয়েন্টে মাদক অনেকটা খোলামেলাভাবেই মাদক বিক্রি হচ্ছে। আর সেবনকারীরা তো বেপরোয়া। পৌর এলাকার নতুন বাজার, খেয়াঘাট, ছোট শালিখা, বালুচর, জিরো পয়েন্ট, দোলং, কাজীপাড়া, কুবিরদিয়ার, রতনপুর, আটলংকা সহ উপজেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য বিক্রি চলছে। মাঝে কিছুদিন পুলিশের সাড়াশি অভিযানে মাদক বিক্রেতারা গা ঢাকা দিলেও, ফের সক্রিয় হয়ে উঠেছে। চাটমোহরের কুবিরদিয়ার যেন মাদক পাইকেরি বিক্রির হাট। এখানে রাতভর বিভিন্ন স্থান থেকে আসা ক্রেতারা অবাধে মাদক বেচাকেনা করে। যব সমাজ হচ্ছে ধ্বংস।নামীদামী সব শ্রেণির মানুষের ছেলেরা এখন মাদকের সাথে জড়িত হয়ে পড়ছে।
সূত্র আরো জানায়, একটি শক্তিশালী সিন্ডিকেট জোনাইল, গারফা, কাটাখালীসহ বিভিন্ন রুট দিয়ে অবাধে আনছে হিরোইন, ফেন্সিডিল, ইয়াবা, গাঁজাসহ নানা মাদকদ্রব্য। খোঁজ নিয়ে দেখা গেছে, চাটমোহর উপজেলার ছাইকোলা, হান্ডিয়াল, সমাজ, ছাইকোলা, ধানকুনিয়া, রামনগর, কাটেঙ্গা, হরিপুর, মথুরাপুর, রেলবাজার (অমৃতকুন্ডা), কুবিরদিয়ার, মির্জাপুর, গুনাইগাছা, পার্শ¦ডাঙ্গা, মহেলা, মূলগ্রাম, আটলংকা, ফৈলজানা, কুয়াবাসী, ডিবিগ্রামসহ প্রায় অর্ধশতাধিক স্পটে মাদক দ্রব্য কেনা-বেচা বৃদ্ধি পেয়েছে। মাদক ব্যবসায়ীরা ভ্ক্ষিক ও পাগল বেসে নিদিষ্ট স্থানে পৌছে দিচ্ছে মাদক। মাঝে মধ্যে পুলিশের গ্রেফতার বৃদ্ধি পেলেও কোন ভাবেই যেন তা ঠেকানো যাচ্ছে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ