Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

বিশুদ্ধ পানির ব্যবস্থা এলাকাবাসির শুকরিয়া

| প্রকাশের সময় : ১২ জুন, ২০১৭, ১২:০০ এএম

 কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলাসংবাদদাতা : দীর্ঘ দিনের দাবি অবশেষে পূর্ণ হওয়ায় এলাকাবাসির শুকরিয়া জ্ঞাপন করেছেন। কাপ্তাই স্বর্ণ টিলার তিনশত পরিবার দীর্ঘ দিন ধরে বিশুদ্ধ পানির জন্য কষ্ট করছিলেন এবং এলাকারবাসির দাবি ছিল একটি ডিবটিউবওয়েলের জন্য। অবশেষে এডিবির অর্থায়নে কাপ্তাই উপজেলা পরিষদের বিশেষ বরাদ্দের ৯০ হাজার টাকার অর্থায়নে গতকাল রোববার সকাল ১০টায় একটি ডিবটিউবওয়েল স্থাপন ও উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন। এসময় এ প্রকল্পের সভাপতি ইউপি সদস্য আব্দুল আহাদ সেলিম, স্বর্ণ টিলা মসজিদ কমিটির সাধারন সম্পাদক ফরিদ আহমেদ, ইউপি সদস্য মহিন উদ্দিন, সাংবাদিক কবির হোসেনসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন। পরে দোয়া ও মুনাজাত করেন হাফেজ জালাল উদ্দিন। উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন জানান, উপজেলার পক্ষ হতে উপজেলার পাঁচটি ইউনিয়নে প্রায় ১৫টির মত এ টিউবওয়েল স্থাপনের কাজ চলছে এবং পানির সমস্যা দূরিকরণ করা হবে বলে জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ