রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : টাঙ্গাইলের সখিপুরে গ্রেফতারকৃত পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সাজাপ্রাপ্ত আসামী শরিফুল ইসলাম সাগর(৩৫) এর তথ্য অনুযায়ী তার সহযোগী হাবিব(৩০) কে বিদেশী পিস্তলসহ আটক করছে সখিপুর থানা পুলিশ। সখিপুর থানার অফিসার-ইন-চার্জ(ওসি) মো.মাকছুদুল আলমের নেতৃত্বে ১০/১২ জনের পুলিশ দল ময়মনসিংহের নান্দাইলে শুক্রবার দিবাগত রাত দেড়টার সময় অভিযান চালিয়ে হাজী সফির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মূল ফটক থেকে হাবিব (২৭) কে আটক করে। এ সময় তার শরীর তল্লাসি করে এক রাউন্ড গুলিসহ ইতালীর তৈরী অটো পিস্তল উদ্ধার করা হয়। হাবিব নান্দাইল উপজেলার আতœরামপুর গ্রামের বুজরত আলীর ছেলে। এ ব্যাপারে সখিপুর থানার এস আই শামসুল আলম বাদী হয়ে অস্ত্র আইনে সাগর ও হাবিবকে আসামী করে সখিপুর থানায় মামলা করেছে। একই অভিযোগে হাবিবকে আসামী করে নান্দাইল থানায় পুলিশ বাদী হয়ে অপর একটি মামলা করেছে। সখিপুর থানা পুলিশ শীর্ষ সন্ত্রাসী শরিফুল ইসলাম সাগরকে সাতদিনের রিমান্ড চেয়ে টাঙ্গাইল আদালতে প্রেরন করেছে এবং হাবিবকে নান্দাইল থানায় প্রেরন করেছে। সখিপুর থানার অফিসার-ইন-চার্জ(ওসি) মো.মাকছুদুল আলম বলেন, শীর্ষ সন্ত্রাসী শরিফুল ইসলাম সাগরের নামে ঢাকা, গাজীপুর,টাঙ্গাইল জেলার বিভিন্ন থানায় কমপক্ষে ১০টি মামলা রয়েছে এবং তার সহযোগীদের নিকট অত্যাধুনিক অস্ত্র থাকতে পারে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।