Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জমি রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন

| প্রকাশের সময় : ১২ জুন, ২০১৭, ১২:০০ এএম

কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা : মাদারীপুরের কালকিনি উপজেলার সহেবরামপুর বাজারে ব্যবসায়ীদের হয়রানী করতে কলেজের অযুহাত দিয়ে ব্যক্তিগত স্বার্থে ব্যবহারের জন্য জমি দখলের চেষ্টা চালিয়েছে একটি প্রভাবশালী মহল। আর এর প্রতিবাদে ব্যবসায়ীরা গত শনিবার বিকেলে সাহেবরামপুর বাজারে মানববন্ধন কর্মসূচী পালন করেছে। এসময় ভূক্তভোগী ব্যবসায়ী রাহাত মাহমুদ, মাহফুজুর রহমান আজিজ, মাওলানা হাবিবুর রহমান, আবুল বাশার সহ ১৫/২০জন ব্যবসায়ী অভিযোগ করে বলেন ‘সাহেবরামপুর কবি নজরুল ইসলাম ডিগ্রী কলেজের যে সম্পত্তি তা সেই সময় বিভিন্ন প্রজাতির গাছ রোপন করে সীমানা নির্দিষ্ট করা হয়েছে। কিন্তু শুধু মাত্র ব্যবসায়ীদের হয়রানী করতে এবং কলেজের নামে জমি দখল করে এলাকার প্রভাবশালী ব্যক্তি আওলাদ হোসেন রাঢ়ি ও তার ছেলে সাহেল রাঢ়ি ভোগ দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এনিয়ে আদালতে মামলা দায়ের করা হলে আদালত সেখানে স্থিতিশীল অবস্থা বজায় রাখার নির্দেশ দেয়। কিন্তু দখলকারীরা আদালতের নির্দেশ উপেক্ষা করে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা চালায়। এনিয়ে ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ