Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

চট্টগ্রামের ফটিকছড়িতে একে-২২ রাইফেলসহ সন্ত্রাসী গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১১ জুন, ২০১৭, ৩:১৯ পিএম

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানাধীন ধর্মপুর আজাদী বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি একে-২২ রাইফেল, ২টি ওয়ানশুটারগান, একে-২২ রাইফেলের দুটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলিসহ এক সন্ত্রাসীকে পাকড়াও করেছে র‌্যাব। গ্রেফতারকৃত মো: শাহনেওয়াজ কাওছার (২৮) ধর্মপুর গ্রামের মো সালামের পুত্র। র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক এএসপি আমিরুল্লাহ জানান, কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড সংগঠনের উদ্দেশ্যে উক্ত এলাকায় অবস্থান করছে-এমন খবর পেয়ে শনিবার রাতে র‌্যাব সেখানে অভিযান চালায়। স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমানের নেতৃত্বে র‌্যাবের একটি চৌকস আভিযানিক দল অস্ত্র গুলিসহ তাকে হাতেনাতে গ্রেফতার করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ