Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতক্ষীরার আশাশুনিতে স্ত্রীকে পিটিয়ে ও গলা টিপে হত্যা

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ জুন, ২০১৭, ২:১০ পিএম

সাতক্ষীরা জেলা সংবাদদাতা : সাতক্ষীরার আশাশুনিতে স্ত্রীকে পিটিয়ে ও গলা টিপে হত্যা করেছে স্বামী। এ ঘটনায় ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ। শনিবার রাত ২ টার দিকে আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম কংকাবতী। বয়স আনুমানিক ৩৮ বছর। স্বামী বিজন কুমার মন্ডল (৪৪)। নিহত কংকাবতীর বাবার বাড়ী একই উপজেলার ফকরাবাদ গ্রামে। কংকাবতী এক ছেলে ও এক মেয়ের জননী।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকে বিজন তার স্ত্রীর সাথে প্রায়ই ঝগড়া করতো। বিজন বিলে খালে মাছ ধরে সংসার চালিয়ে আসছে। শনিবার দিবাগত রাতে তাদের মধ্যে ঝগড়া লাগে। এক পর্যায়ে স্ত্রী কংকাবতীকে পিটিয়ে ও শাস রোধে হত্যা করে বিজন। এরপর বাড়ীর অদূরে টয়লেটের মধ্যে লাশ ফেলে রাখে সে। ভোরে বিজনের বৌদি তপতী মন্ডল টয়লেটে যেয়ে কংকার মৃতদেহ পড়ে থাকতে দেখে চিৎকার দিলে স্বামী বিজনসহ পরিবারের অন্যান্য সদস্য ও পাড়া প্রতিবেশীরা এগিয়ে আসলে বিজন তার স্ত্রী হার্ট এ্যাটাকে মারা গেছে বলে প্রচার চালায়। বিষয়টি আশাশুনি থানায় জানানো হলে এস আই আব্দুর রাজ্জাক রোববার সকালে ঘটনা স্থলে আসেন। জিঙ্গাসাবাদের এক পর্যায়ে স্বামী বিজন কংকাকে হত্যার কথা স্বীকার করে।
এ বিষয়ে আশাশুনি থানার এস,আই আব্দুর রাজ্জাক জানান, কংকাবতীকে তার স্বামী বিজন কুমার মন্ডল শাস রোধে হত্যা করেছে। তাকে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ