Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

আ.লীগ উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে : প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ জুন, ২০১৭, ১২:৫৩ পিএম

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে আওয়ামী লীগ এগিয়ে যাচ্ছে।

রোববার কারামুক্তি দিবস উপলক্ষে গণভবনে নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশকে যে উন্নত করা যায়, আমরা ক্ষমতায় এসে সেই কাজ শুরু করি। কিন্তু ২০০১ সালে ক্ষমতায় আসতে পারিনি। কারণ আমরা গ্যাস বিক্রি করতে চাইনি। মুচলেকার বিনিময়ে বঙ্গবন্ধুর মেয়ে ক্ষমতায় আসতে পারে না। এরপর তত্ত্বাবধায়ক সরকার এল। প্রতিবাদের কারণে তখন কোনো ওয়ারেন্ট ছাড়া আমাকে গ্রেপ্তার করা হয়। ১১ মাস একটা পরিত্যক্ত বাড়িতে রাখা হয় আমাকে। তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, শিক্ষকেরা আন্দোলন গড়ে তোলে। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা কাজ করেছে।’

শেখ হাসিনা বলেন, ‘দেশের মানুষ আমাদের ওপর আস্থা রেখেছে। আওয়ামী লীগকে ভোট দিয়েছে। ২০১৪ সালে বিএনপি ক্ষমতার লোভে মানুষকে পুড়িয়ে মেরেছে। রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে। জ্যান্ত মানুষ পুড়িয়ে মেরে ক্ষমতায় যেতে চেয়েছিল তারা।’

তিনি আরো বলেন, ‘বিএনপি ভোট চুরি করা, গ্রেনেড হামলা করা ও লুটেরা পার্টি। যতই বিএনপি বলুক দুবার ক্ষমতায় ছিল। তারা নিজেরা লুটপাট করেছে, জনগণের জন্য কাজ করেনি। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের মানুষের উন্নয়ন হয়। দেশের একটা মানুষও ঘর হারা থাকবে না। প্রতিটি মানুষের মৌলিক অধিকার পূরণ করা হবে।’
আজ বাংলাদেশ উন্নয়নের রোল মডেল উল্লেখ করে দেশের যে উন্নয়ন হচ্ছে এর ধারাবাহিকতা রক্ষায় আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট চান প্রধানমন্ত্রী।



 

Show all comments
  • S. Anwar ১১ জুন, ২০১৭, ৮:২১ পিএম says : 0
    বিশ্বাস আর কার্য-কলাপের মাঝে ভিন্নতা দিবস রজনীর মতো।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ