বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা : ঢাকার ধামরাইয়ে ঝড়ের সময় একটি গাছের ডাল ভেঙ্গে পড়ে আহম্মদ আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
গতরাতে ঘূর্ণিঝড় শুরু হওয়ার পরই ধামরাইয়ের মঙ্গলবাড়ি বাসস্ট্যান্ডের চায়ের দোকানের ওপর একটি বড় গাছের ডাল ভেঙ্গে পড়ে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় চা বিক্রেতা আহম্মদ আলীর।
তিনি একই এলাকার মোসলেম উদ্দিনের ছেলে। সে সময় আরও একজন গুরুতর আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক। এখন পর্যন্ত তার জ্ঞান ফেরেনি।
এদিকে ঝড়ে ধামরাইয়ের বিভিন্ন গ্রামে সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ভুট্টার। ধাইরা গ্রামের কৃষক আব্দুল কাদের, চৌহাট গ্রামের আব্দুল গফুর, গাংগুটিয়ার হাবিবুর রহমান জানান, ঝড়ে তাদের সাত বিঘা জমির সবজি ও ভুট্টা নষ্ট হয়ে গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।