Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে মোবাইল কোর্টের অভিযান সাত দোকানকে জরিমানা

| প্রকাশের সময় : ১১ জুন, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম জেলা প্রশাসনের তিনটি টিম গতকাল শনিবার নগরীর বিভিন্ন পয়েন্টে মোবাইল কোর্ট পরিচালনা করে। তবে এতে কাউকে হাতেনাতে গ্রেফতার করে জরিমানা করা হয়নি। প্রথম টিমে নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম নগরীর চকবাজারে অভিযান চালিয়ে কাঁচামরিচের অতিরিক্ত দাম রাখার জন্য ২টি দোকানকে দুই হাজার টাকা করে জরিমানা করেন। দোকান দুটি সাদা কাঁচামরিচ ৬০ টাকা দরে  এবং কালো কাঁচামরিচ ৫০ টাকা দরে বিক্রি করছিল। এছাড়া বিএসটিআই অনুমোদনহীন ও রেজিস্ট্রেশনবিহীন ওজনযন্ত্র ব্যবহার করায় একটি মাছের দোকানকে দুই হাজার টাকা জরিমানা করেন। তিনটি মামলায় মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। ২য় টিমে নির্বাহী ম্যাজিস্ট্রেট রঞ্জন চন্দ্র দে নগরীর ফিরিঙ্গী বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন দোকানে সঠিকভাবে মূল্য তালিকা প্রদর্শন না করায় এবং কিছু কিছু পণ্যের অতিরিক্ত মূল্য রাখায় চারজন দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা করে। ৩য় টিমে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ শিকদার ঝাউতলা বাজারে অভিযান চালিয়ে রাস্তা দখল করে জিলাপী ভাজার অপরাধে একটি রেস্তেরাঁকে ৮ হাজার টাকা জরিমানা করেন।




 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ