Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোরে খাদ্যগুদাম শ্রমিকদের কর্মবিরতি

| প্রকাশের সময় : ১১ জুন, ২০১৭, ১২:০০ এএম

যশোর ব্যুরো : বকেয়া টাকা পরিশোধের দাবিতে যশোর খাদ্য গুদামের শ্রমিকরা তাদের কাজ বন্ধ করে দিয়েছে। সংশ্লিষ্ট ঠিকাদারের কাছে তাদের গত দুই মাসের পাওনা বকেয়া রয়েছে প্রায় সাড়ে ২২ হাজার টাকা। যশোর হান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি নিজামুদ্দিন সর্দার জানান, তারা ৩০ জন যশোর খাদ্যগুদামে মাল লোড-আনলোডের কাজ করেন। মাল আনলোডে তাদের দেওয়া হয় টন প্রতি ২৬ টাকা। অপরদিকে, গুদাম থেকে ট্রাকে লোড করতে তারা পান টন প্রতি মোটে এক টাকা।
কিন্তু এই খাদ্য গুদামের ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ওহিদুল ইসলাম গত দুই মাস ধরে তাদের পাওনা প্রায় সাড়ে ২২ হাজার টাকা শোধ না করে টালবাহানা করছেন। তিনি বলেন, ‘বাধ্য হয়েই ৯ জুন থেকে আমরা লোড-আনলোডের কাজ বন্ধ করে দিয়েছি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ