Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মসজিদের সামনের ৫টি গাছ মরণফাঁদে পরিণত হয়েছে

| প্রকাশের সময় : ১১ জুন, ২০১৭, ১২:০০ এএম

কাউখালী (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদটির দশ ফুট দূরে একটি চাম্বল গাছ। দুই বছর আগে এই চাম্বল গাছটির বড় একটি ডাল ভেঙ্গে মসজিদের ছাদে পড়ে আংশিক ভেঙ্গে যায়। যেখান থেকে মসজিদের চলাচলের রাস্তা। মসজিদের ঢোকার গেটে কারনিস ভেঙ্গে এক মুসল্লীকে অল্পের জন্য আল্লাহ্ রক্ষা করেছে। যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। প্রশাসনের তেমন কোন নজর নেই বললেই চলে। গত কয়েকদিন আগে উপজেলা পরিষদের চেয়ারম্যান এস, এম আহসান কবীর বলেন, আমরা বিষয়টি দেখছি কি করা যায়। মসজিদের ইমাম সাহেব বলেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবনী চাকমাকে জানালে তিনিও দ্রæত ব্যবস্থা নিবেন বলে জানান।
মসজিদের পাশে একটি লাইট পোস্ট আাছে। সেই লাইট পোস্টটির বৈদ্যুতিক তার মসজিদের ছাদের ওপর থেকে চলে গেছে। মসজিদের মুসল্লীদের দুর্ঘটনার হাত থেকে রক্ষা করার জন্য প্রশাসনের পদক্ষেপ একান্ত জরুরি হয়ে পড়েছে। এ অবস্থায় খাম্বাটি অতি তাড়াতাড়ি সরানো না হয় তবে যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে ধারণা করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ