Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুন্দরবনে বন্দুকযদ্ধে নিহত ১

| প্রকাশের সময় : ১১ জুন, ২০১৭, ১২:০০ এএম

খুলনা ব্যুরো : খুলনার পাইকগাছা উপজেলাধীন সুন্দরবনে র‌্যাব-পুলিশের সাথে কথিত “বন্দুকযুদ্ধে” বাহিনী প্রধান জলদস্যু রবিউল নিহত হয়েছে। গতকাল শনিবার দুপুর ২টার দিকে হাড্ডা খালে এ ঘটনায় র‌্যাব’র দুই সদস্য আহত হয়েছেন। পাইকগাছা থানার ওসি আমিনুল ইসলাম বিল্পব ঘটনাটি নিশ্চিত করেছেন। এ সময় আরো ১০/১২ জন দস্যু পালিয়ে যায় বলে জানান তিনি। বাহিনী প্রধান মোঃ রবিউল ইসলাম সাতক্ষীরা জেলার মুন্সিগঞ্জ উপজেলার বুড়িগোয়ালীনি এলাকার বাসিন্দা।
র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান জানান, গোপন খবরের ভিত্তিতে র‌্যাব-পুলিশের যৌথ টিম ঘটনাস্থলে পৌঁছালে জলদস্যু রবিউল বাহিনী গুলিবর্ষণ শুরু করে। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও পাল্টা গুলিবর্ষণ শুরু করলে উভয়ের মধ্যে ঘন্টাব্যাপী গোলাগুলি হয়। পরে জলদস্যুরা পিছু হটে গেলে র‌্যাব-পুলিশ তল্লাশী করে ঘটনাস্থলে গুলিবিদ্ধ রবিউলের লাশ উদ্ধার করে। এসময় ঘটনাস্থল থেকে একটা বিদেশি সিঙ্গেল ব্যারেল বন্দুক, একটা পাইপগান, ৫৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র‌্যাব-৬ এর কর্মকর্তা লেঃ কমান্ডার জাহিদ হাসান জানান, বন্দুকযুদ্ধে আহত কনস্টেবল মোঃ টুটুল শিকদার ও কনস্টেবল রহিম বাদশাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ