Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

বিমানবন্দর সড়কে নির্মিত ৩টি ব্রিজ ও প্যাচওয়ার্ক কাজ পরিদর্শনে আ জ ম নাছির

| প্রকাশের সময় : ১১ জুন, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : সপ্তাহব্যাপী যুক্তরাজ্য সফর শেষে গতকাল (শনিবার) চট্টগ্রাম পৌছে বিমান বন্দর সড়কে নির্মিত ৩টি ব্রীজ এবং পানিবদ্ধতা নিরসনে নালা নির্মাণ ও প্যাচওয়ার্ক কাজ পরিদর্শন করলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। সিমেন্ট ক্রসিং থেকে কর্ণফুলী নদী পর্যন্ত পুরো এলাকার পানিবদ্ধতা নিরসন ও জনদুর্ভোগ লাঘবে কর্ণফুলী ইপিজেডের দেওয়াল ঘেষে কর্ণফুলী নদী পর্যন্ত বৃহৎ আকারের নালা নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। নির্মাণাধীন নালা পরিদর্শনকালে মেয়র নালা নির্মাণ প্রকল্প দ্রæত সমাপ্ত করার জন্য প্রকৌশল বিভাগকে নির্দেশ দেন। তিনি নাগরিক দুর্ভোগ ও পানিবদ্ধতা নিরসনে যেকোনো ঝুঁকি নিতে প্রস্তুত আছেন বলেও অভিমত ব্যক্ত করেন। বিমানবন্দর সড়কে নির্মিত ১৫নং ব্রীজ, ৯নং ব্রীজ ও রুবি সিমেন্ট এলাকার ব্রীজ অতিশীঘ্র জনসাধারণের জন্য খুলে দেয়া হবে বলে মেয়র ঘোষণা দেন। যুক্তরাজ্য সফর শেষে মেয়র চট্টগ্রাম শাহ আমানত আন্তজার্তিক বিমানবন্দরে পৌঁছলে ভারপ্রাপ্ত মেয়র নিছার উদ্দীন আহমেদ মঞ্জু, ৩৩নং ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, ২১নং ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমনসহ কাউন্সিলর, চসিক উর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ মেয়রকে স্বাগত জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ