বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গোবিন্দগঞ্জ(গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকাগামী কোচের ধাক্কায় মো. ওবাইদুর রহমান (৫১) নামে পুলিশের এক এ.এস.আই নিহত হয়েছে।
রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ি হাওয়াখানা এলাকায় সোমবার ভোর রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওবায়দুর রহমান রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় ডেপুটিশনে ছিলেন। ওবাইদুর রহমান দিনাজপুর জেলার নাবাবগঞ্জ উপজেলার মৃত্যু আবদুল ওয়াহেদের পুত্র।
গোবিন্দগঞ্জ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আবদুল গফুর জানান, ওবাইদুর রহমান গোবিন্দগঞ্জ থানার অন্য পুলিশ কর্মকর্তাদের সঙ্গে রবিবার রাতে রংপুর-ঢাকা মহাসড়কে ডিউটিরত ছিলেন। সোমবার ভোর রাতে তিনি হাওয়াখানা ব্রিজ এলাকায় পুলিশের পিকআপ ভ্যান থেকে নেমে মহাসড়কের পাশে প্রসাব করতে যান। এসময় ঢাকাগামী অজ্ঞাত কোচ তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সোমবার সকাল ১০টার দিকে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের লোকজনের নিকট হস্তান্তর করা হবে। তবে কোচটি সনাক্ত বা আটক করা সম্ভব হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।