Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আল্লামা শফীর রোগমুক্তির দোয়া রমজান মাসেও অনেকেই নৈতিক দায়িত পালন করেন না -বাংলাদেশ খেলাফত মজলিস

| প্রকাশের সময় : ১১ জুন, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বাংলদেশ খেলাফত মজলিসের উদ্যোগে গতকাল স্থানীয় একটি রেস্টুরেন্টে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইসমাঈল নূরপুরী। মহাসচিব মাওলানা মাহফুজুল হকের পরিচালনায় ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত মাওলানা শাহ আতাউল্লাহ, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী, ইসলামী ঐক্য আন্দোলনের আমীর মাওলানা ডক্টর ইসা শাহেদী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা এটিএম হেমায়েত উদ্দীন, ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী, মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, মুসলিমলীগের মহাসচিব কাজী আবুল খায়ের, জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা রেজাউল করীম জালালী, যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা কুরবান আলী, ডক্টর মাওলানা জিএম মেহেরুল্লাহ প্রমূখ।
সভাপতির বক্তব্যে মাওলানা ইসমাঈল নূরপুরী বলেন, রমজান মাসেও অনেকেই নৈতিক দায়িত পালন করেন না। ফলে খেটে খাওয়া সাধারণ মুসলমানদের জন্য সাহরী ও ইফতারীর প্রয়োজনীয় পণ্য খরিদ করা অসম্ভব হয়ে পড়ে। সরকারকে এ বিষয় ভূমিকা রাখতে হবে।
মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেন, জাতীয় সংসদে অর্থমন্ত্রীর ঘোষিত ২০১৭-১৮ অর্থ বছরের বাজেটে দেশের গরীব ও মধ্যবিত্তের স্বার্থের প্রতিফলন ঘটেনি। এবারের বাজেটে ঘাটতির পরিমাণ স্মরণকালের সর্বোচ্চ। এ বাজেটে কৃষিখাতে বরাদ্দ কম রাখা হয়েছে, শিক্ষাসহ নানাখাতে কাম্য মানের কোন বাজেট পেশ হয়নি।
ইফতার মাহফিলে আমীরে হেফাজত আল্লামা আহমদ শফীর রোগমুক্তির জন্য বিশেষ মুনাজাত করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ