বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাগুরা জেলা সংবাদদাতা : মাগুরায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আমিনুল ইসলাম লিটন (৩০) নামে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছেন।রোববার দিবাগত আড়াইটার দিকে মাগুরা-ঢাকা মহাসড়কের কছুন্দি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।নিহত লিটন ইসলাম মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের আজমপুর গ্রামের বাসিন্দা।
মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার সার্কেল সুদর্শন কুমার রায় জানান, রাতে মাগুরা-ঢাকা মহাসড়কের কছুন্দি ব্রিজ এলাকায় রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ডাকাতির চেষ্টা চলছে। এমন খবরের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়।
এক পর্যায়ে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ও একাধিক মামলার আসামি আমিনুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। এতে ৪ পুলিশ সদস্যও আহত হন।
আহতদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক লিটনকে মৃত ঘোষণা করেন।
‘বন্দুকযুদ্ধ’র পর ঘটনাস্থল থেকে ১টি নাইন এমএম পিস্তল,পিস্তলের ৫ রাউন্ড গুলি,বন্দুকের গুলির খোসা, শাবল,চাপাতি,রামদাসহ বিভিন্ন ধরনের দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।