প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন রিপোর্ট: সঙ্গীতশিল্পী ফাহমিদা নবীর ভয়েস গ্রুমিং সেন্টার কারিগরির যাত্রা শুরু হয়েছিল ২০০৭ সালে। এখান থেকে অনেক নবীন শিল্পী প্রশিক্ষণ নিয়েছেন। তাদের মধ্য থেকে ১১ জনকে নিয়ে একটি অ্যালবাম তৈরি হচ্ছে। অ্যালবামের নাম কারিগরি। এতে গান করেছেন পুতুল, মুন্নী, জেসিমা, দৃষ্টি, ফাহমিদা আহমেদ, ফারজানা, সীমা, অনন্যা, কদর, পিলু ও রাজীব। থাকছে ফাহমিদা নবীরও একটি গান। গান থাকবে ১২টি। এর মধ্যে ১০টি গানের সুর আর সবকটি গানের সংগীতায়োজন করেছেন সজীব দাস। অডিও সিডির পাশাপাশি অনলাইনে গানগুলো প্রকাশ করবে ফাহমিদা নবীর প্রযোজনা প্রতিষ্ঠান আনমল। ১২ জুন সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডের এক রেস্তোঁরায় অ্যালবামটির মোড়ক উন্মোচন হবে। কারিগরিতে তিন মাসব্যাপী প্রশিক্ষণে বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা অংশ নিচ্ছেন। এখানে গান শেখানোর পাশাপাশি আরো বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। অলাভজনক উদ্যোগটি স¤পর্কে ফাহমিদা বলেন, ওয়ার্কশপে বিভিন্ন বয়সী ছেলেমেয়েদের শুধু গান না, নিজেদের কণ্ঠ, আত্মবিশ্বাস জাগানোসহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।