Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

‘টোয়াইলাইট’ থেকে বাদ পড়তে বসেছিলেন রবার্ট প্যাটিনসন

| প্রকাশের সময় : ১১ জুন, ২০১৭, ১২:০০ এএম

‘টোয়াইলাইট’ সিরিজে ভ্যাম্পায়ার এডওয়ার্ড কালেনের ভূমিকায় অভিনয় করে রবার্ট প্যাটিনসন ব্যাপক পরিচিতি পেয়েছিলেন। অভিনেতাটি জানিয়েছেন ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম পর্বটির শুটিংয়ের সময় তার বিদ্রোহী আচরণের জন্য তিনি ফিল্মটি থেকে বাদ পড়তে বসেছিলেন।
প্যাটিনসন জানান তার এজেন্টই জটিলতা নিরসন করেছিলেন। “আমার কারও কাছে মাথা নত করতে হয়নি। আমার মনে হয়না আমার তা করতে হয়েছিল,” প্যাটিনসন বলেন। তিনি জানান ‘টোয়াইলাইট’ সিরিজের চলচ্চিত্রায়ন ছিল অতুলনীয় বিলাসের মধ্য দিয়ে।
তিনি মনে করেন চলচ্চিত্র ফ্র্যাঞ্চাইজটিতে সুযোগ পাওয়া ছিল অবিশ্বাস্য এক ভাগ্য। এছাড়া যাদের সঙ্গে কাজ করেছিলেন তাও ছিল এক বিরল সুযোগ।
তিনি অন্য কয়েকটি ফিল্মে কাজ করলেও দর্শক আর ভক্তরা যে তাকে ‘টোয়াইলাইট’ দিয়ে চেনে তাতে তার কোনও সমস্যা নেই।
তিনি আরও বলেন, “আমার মনে হয় এমন সাড়া জাগানোটা ছিল সবচেয়ে ভাল কয়েকটি বিষয়ের একটি, পাঁচটি ফিল্মে একই চরিত্র করতে হলে কিছু দায়িত্ব এসে পড়ে।”
গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ