Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনাই নদী নিয়ে আবারো বিজিবি বিএসএফ’র পতাকা বৈঠক

| প্রকাশের সময় : ১১ জুন, ২০১৭, ১২:০০ এএম

সাতক্ষীরা জেলা সংবাদদাতা : সাতক্ষীরা সীমান্তের সোনাই নদী’র ভাঙন নিয়ে আবারো কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টা থেকে বেলা ১১ টা ১০ মিনিট পর্যন্ত এই বৈঠক চলে। জেলার কলারোয়া উপজেলার কাকডাঙা সীমান্তের সোনাই নদীর পাড়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকে ৩৮ বিজিবি’র কাকডাঙা ক্যাম্পের নায়েব সুবেদার মিজানুর রহমান এবং ভারতের ৭৬ বিএসএফ’র তারালি ক্যাম্পের এ,সি মনোজ কুমার নিজ নিজ পক্ষের নেতৃত্ব দেন। বৈঠকে সোনাই নদীর ভারত পাড়ে ক্ষতিগ্রস্থ বাঁধ সংস্কার করার জন্য বিজিবি’র কাছে অনুমতি চেয়েছে বিএসএফ। বিজিবি তাদের আবেদনের বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো এবং কর্তৃপক্ষের সিদ্ধান্ত বিএসএফকে পরবর্তীতে জানাবেন বলে জানিয়েছেন।
সাতক্ষীরা ৩৮ বিজিবি’র একজন কর্মকর্তা জানান, কলারোয়া সীমান্তের সোনাই নদীর ভারত পাড়ে ভাঙন এলাকায় ইতোপূর্বে বিএসএফ কাজ করার সময় আর্ন্তজাতিক সীমানা আইন অনুযায়ী বিজিবি তাতে বাঁধা দেয়। বিজিবি’র বাঁধার মুখে বিএসএফ তাদের কাজ বন্ধ করে দেয়।
এ বিষয়ে ৯ জুন শুক্রবার সকালে বিজিবি কাকডাঙা ক্যাম্পের সাথে ৭৬ বিএসএফ তারালি ক্যাম্পের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। একই বিষয়ে শনিবার সকালে আবারো বিজিবি-বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ