রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র, গুলি ও বামাসহ ৫ ডাকাত গ্রেপ্তার হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার প্রাগপুর মাঠের মধ্য থেকে তাদের গ্রপ্তার করে পুলিশ।
দৌলতপুর থানার ওসি শাহ দারা খান জানান, একদল সশস্ত্র ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে এসআই গৌতমের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ডাংমড়কা-প্রাগপুর সড়কের প্রাগপুর মাঠের মধ্যে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও বোমাসহ ৫ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা হয়। এরা হলো উপজেলার দাড়েরপাড়া গ্রামের রিয়াজুল মন্ডলের ছেলে মোমিন (২৮), দৌলতখালী মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে সিরাজুল (৩৫), গড়–ড়া গ্রামের রেজাউল হকের ছেলে সামিরুল (৩০), মুন্সিগঞ্জের আসমত মন্ডলের ছেলে জুবেল (২৪) ও দৌলতখালী গ্রামের মতিয়ার রহমানের ছেলে জাহারুল (৩২)। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করে একটি একনলা বন্দুক, ২ রাউন্ড বন্দুকের গুলি, ৫টি ককটেল, ৩ টি রামদা ও ২টি টর্চ লাইট। এরা সড়কে ডাকাতি প্রস্তুতি নিচ্ছিল বলে জিঞ্জাসাবাদে পুলিশকে জানিয়েছে। গতকাল শনিবার দুপুরে জিঞ্জাসাবাদ শেষে ডাকাত সদস্যদের জেল হাজতে প্রেরন করেছে পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।