বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গোদাগাড়ী (রাজশাহী) উপজেলা সংবাদদাতা : রাজশাহীর গোদাগাড়ীর হেলিপ্যাড রামনগর এলাকায় ট্রাকের ধাক্কায় ওলিউল্লাহ (২৪) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তিনি গোদাগাড়ী উপজেলার পাকড়ী ইউনিয়নের বারোহাটি গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, ওলিউল্লাহ সকাল ৯ টার দিকে মোটরসাইকেল যোগে গোদাগাড়ী সদরে আসছিলো গোদাগাড়ী হেলিপ্যাড নামক জায়গায় একটি ট্রাক সামনের যেতে লেগে তাকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে গিয়ে বুকে ও মাথায় প্রচণ্ড আঘাত লেগে ঘটনা স্থালেই মারা যায়।
স্থানীয়রা সেখানে দ্রুত গিয়ে তাকে উদ্ধার করে ও ট্রাকটিকে ধাওয়া করে আটক করে তবে চালক ও হেলপার ট্রাক থেকে নেমে পালিয়ে যায়।
গোদাগাড়ী মডেল থানার ওসি হিপজুর আলম মুন্সি দুর্ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন ট্রাকটি থানায় আটক আছে চালক ও হেলপার পলাতক । অভিযোগের ভিত্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।