বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খাগড়াছড়ি জেলা সংবাদদাতা : লংগদুতে যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়ন হত্যা মামলার অন্যতম আসামি জুনেল চামকা ও রুনেল চাকমাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে খাগড়াছড়ি সদরের চার মাইল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
এদিকে নুরুল ইসলাম নয়নের ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধারে দীঘিনালা উপজেলার মাইনি নদীতে অভিযান চালাচ্ছে কাপ্তায়ের শহীদ মোয়াজ্জেম নৌঘাটির ডুবুরি দল।
খাগড়াছড়ির পুলিশ সুপার আলী আহমেদ খান এ সব বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, ১ জুন খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের ৪ মাইল এলাকা থেকে লংগদু উপজেলার যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়নের লাশ উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডের জন্য পাহাড়ি সন্ত্রাসীদের দায়ী করে লংগদু উপজেলার কয়েকটি গ্রামে অগ্নিসংযোগ, লুটপাট ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০০ ব্যক্তিকে আসামি করে মামলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।