Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সহায়ক সরকারের বিধান কোনো গণতান্ত্রিক দেশে নেই: কাদের

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ জুন, ২০১৭, ১২:৫৭ পিএম

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার : নির্বাচনকালীন সহায়ক সরকারের বিধান কোনো গণতান্ত্রিক দেশে নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় সাংবাদিকদের তিনি এ কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, সহায়ক সরকারের বিধান কোনো গণতান্ত্রিক দেশে নেই। বিএনপি এ নামে যে আন্দোলনের হুমকি দিচ্ছে, তাতে জনগণ তাদের সঙ্গে নেই।
তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে অগ্রহণযোগ্য কোনো ব্যক্তিকে আওয়ামী লীগ মনোনয়ন দেবে না।
সেতুমন্ত্রী বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্নে করতে পচনশীল ও রফতানি যোগ্য গার্মেন্টস পণ্যবাহী যানবাহন ব্যতীত সকল প্রকার কাভার্ডভ্যান, ট্রাক, লরিসহ ভারী যানবাহন চলাচল ঈদের আগে ও পরের তিনদিন বন্ধ থাকবে। মহাসড়কে মোটরসাইকেলে হেলমেটবিহীন ও দুইজনের অধিক ব্যক্তির চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেন।



 

Show all comments
  • ma sayeed ১০ জুন, ২০১৭, ৩:৩১ পিএম says : 0
    সহায়ক সরকার কোন দেশে নেই বলে সেটা করলে কি পাপ হবে..?সোজা বলে দিলেই হয় যে নির্বাচনে কারো আসার দরকার নাই আমরাই ভিন্ন ভিন্ন নামে দল গঠন করে নির্বাচনকে জায়েজ করে নিব।
    Total Reply(0) Reply
  • Nur- Muhammad ১০ জুন, ২০১৭, ১০:৫৯ পিএম says : 0
    তত্ত্বাবদায়ক সরকার কোন দেশে ছিল?এই তত্বাবদায়কের জন্য ত আপনারা সহ জন গণ উত্তাল ছিল। এই আন্দোলনে আনেক রক্ত ঝরছে। মায়ের বুক খালি হয়েছে। স্বৈরচার বিরুধী এক রক্তময় আন্দোলনে তত্ত্বাবদায়ক সরকার আসলো। এই তত্ত্বাবদায়ক সরকার "১৯৯১ সালে গণতন্ত্র ফিরে দিলো। যার স্বাদ আপনারা পেলেন। ১৯৯৬ সালে ক্ষমতায় এলেন। তত্ত্বাবদায়কের সাফল্যে গণতন্ত্রের নিয়ম অনুযায়ী ক্ষমতার অদলবদল হলো। পুনঃরায় ২০০৮ এ ক্ষমতায় আসলেন। এবার মনে কুলসতা আসলো। ক্ষমতা চিরস্থায়ি কারার ফন্দি আটলেন। কয়েক মিনিটের মধ্যে সফল ও মডেল একটি ব্যবস্থাকে শেষ করে দিলেন। অথচ এই ব্যবস্থার জন্য কত হতা হত হলো। এখন ও রক্ত ঝড়ছে। জনগণ চাচ্ছে। শুধু ক্ষমতার মোহে ও গদি হারনোর ভয়ে, জনগণকে কষ্ট দিচ্ছেন। প্রলাপ বকছেন। জনগণকে আর কষ্ট না দিয়ে, গণতন্ত্রের পথে ফিরে আসুন। তত্ত্বাবদায়ক সরকার ফিরে দিন। ধন্যবাদ। সবায়কে ধন্যবাদ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ