Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আ.লীগ নেতার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা

| প্রকাশের সময় : ১০ জুন, ২০১৭, ১২:০০ এএম

কলারোয়া (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা : কলারোয়ার কুশোডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রামপ্রসাদ দত্ত (৫০) এর বিরুদ্ধে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। উপজেলার পারিখুপি গ্রামের ইয়াছিন আলীর স্ত্রী রাফিজা খাতুন (৩২) পি ১৪৮/১৭ নং এই মামলা দায়ের করেন। মামলা আরজিতে বলা হয়েছে, পারিখুপি গ্রামের মৃত ভূলোক দত্তের পুত্র রামপ্রসাদ দত্ত দীর্ঘদিন যাবৎ রাফিজাকে বিভিন্ন প্রকার অশালীন কথাবার্তা ও কুপ্রস্তাব দিয়ে আসছিল। রামপ্রসাদ ভীষণ প্রভাবশালী হওয়ায় এলাকার গন্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানায়ে কোন প্রতিকার পায়নি। সম্প্রতি তার স্বামী জেল হাজতে থাকার সুযোগে গত ৩০ মে রাত আনুঃ ১১টায় ঘুমন্ত রাফিজার মুখে কাপড় চেপে জাপটে ধরে বিবস্ত্র করে। এ সময় রাফিজার শিশু সন্তানকে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ চেষ্টায় লিপ্ত হয়। এ সময় রাফিজার চিৎকারে পাশের ঘরে ঘুমন্ত তার শশুর শাশুড়ী ও প্রতিবেশী এগিয়ে এলে রামপ্রসাদ দত্ত দৌঁড়ে পালিয়ে যায়। আদালত বাদীর জবান বন্দী গ্রহণ করে মামলা নথিভূক্ত করে আগামি ১২ জুন আদেশের জন্য পরবর্তী দিন ধার্য্য করেছে। উল্লেখ্য, পারিখুপি গ্রামের রামপ্রসাদ কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সভাপতি। কয়েক মাস আগে আত্মীয় পরিচয় দিয়ে এক অষ্টাদশী যুবতী নিয়ে রামপ্রসাদ পার্শ্ববর্তী রঘুনাথপুর গ্রামের ফকির আহমদের বাড়িতে আশ্রয় নেয় এবং বাড়ির লোকজনের চোখে ফাঁকি দিয়ে অপকর্মে লিপ্ত অবস্থায় ধরা পড়ে গ্রামবাসীর কাছে হেনস্থা হয় বলে রাফিজার স্বামী ইয়াছিন আলী সাংবাদিকদের জানায়।



 

Show all comments
  • S. Anwar ১০ জুন, ২০১৭, ৪:৩১ এএম says : 0
    ক্ষমতাসীন আওয়ামী লীগেরই নেতা বলে কথা। পাঁতি হলেও ক্ষতি নেই। এক-আধটুকু কৃষ্ণ-লীলার সুযোগতো ওরা বাড়তি বোনাস হিসাবে পেতেই পারে।
    Total Reply(0) Reply
  • nannu chowhan ১০ জুন, ২০১৭, ৮:৪৯ এএম says : 0
    eara holo neta desher netritto dei
    Total Reply(0) Reply
  • মো. শাহাদাৎ হোসেন ১০ জুন, ২০১৭, ১২:১৮ পিএম says : 0
    এরকম লম্পটদের উপযুক্ত স্বাস্তি হওয়া উচিত, যাতে করে সমাজে অপকর্মগুলো কমে আসে এবং খুনের ঘটনা এরানো যায়। এরকম লোক নেতৃত্বে থাকলে দলের সুনাম খুন্ন হবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ