Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরকীয়া প্রেমে বাঁধা দেয়ায় স্বামীকে শ্বাসরোধে হত্যা

| প্রকাশের সময় : ১০ জুন, ২০১৭, ১২:০০ এএম

সোনাইমুড়ী (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা : নোয়াখালীর সোনাইমুড়ীতে স্ত্রীর পরক্রিয়া প্রেমে বাঁধা দেয়ায় স্বামী শাহজাহান সাজু (৪০) কে শ্বাসরোধ করে হত্যা করে স্ত্রী ও তার  প্রেমিক ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখে লাশ। স্থানীয় এলাকাবাসী ও আমিশাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন ভ‚্ইয়া জানান, পার্শ্ববর্তী দেওটি ইউপির পিতাম্বরপুর গ্রামের মৃত আবুল হোসেনের কন্যা হাসি আক্তারের সাথে সামাজিক ভাবে পাল পাড়া গ্রামের মৃত মনিরুজ্জামানের পুত্র দিনমুজুর শাহজাহান সাজুর বিবাহ হয়। বিয়ের পর তাদের দাম্পত্য জীবনে ২টি পুত্র সন্তান জন্ম নেয়। একই গ্রামের সাইফুল ইসলাম নামের এক যুবকের সাথে হাসি আক্তারের অবৈধ সর্ম্পক হয়। এক পর্যায়ে তার স্বামী তাদের উভয়কে আপত্তি কর অবস্থায় দেখতে পায়। এই নিয়ে প্রতিনিয়ত তাদের স্বামী স্ত্রীর মধ্যে জগড়া বিবাদ শুরু হয়। ঝগড়া বিবাদের সূত্র ধরে হাসি আক্তারের পিতার বাড়ীতে থেকে লোকজন এসে শাহজাহান সাজুকে মারধর করে। বৃহস্পতিবার দিবাগত রাতে এই নিয়ে তাদের আবারও ঝগড়া বিবাদ হয়। পরে তার স্বামী পার্শ্বের রুমে রাত ১১টার দিকে ঘুমাতে যায়। রাত ১টার দিকে হাসি আক্তার ও প্রেমিক সাইফুল ইসলাম ঘুমন্ত অবস্থায় স্বামীকে শ্বাস রোধ করে হত্যা করে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে লাশ ঝুলিয়ে রাখে। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে হাসি আক্তার পার্শ্বের রুম থেকে চিৎকার করতে থাকে। পরে বাড়ীর লোকজন এসে তাকে জিজ্ঞাস করলে সে বলে তার স্বামী পার্শ্বের রুমে ফাঁস দিয়েছে।



 

Show all comments
  • shakwat hossan ১০ জুন, ২০১৭, ৭:৩৭ এএম says : 0
    Bangladesh jail a kesu osadu lok asa jara onnar thikana babohar kora job kora tadar biruda kon babosta nawa jai na.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ